Symbol | Name | Valency | Ion Symbol | Ion Name |
---|---|---|---|---|
H | Hydrogen | 1 | H+ | Hydrogen ion |
Li | Lithium | 1 | Li+ | Lithium ion |
Na | Sodium | 1 | Na+ | Sodium ion |
K | Potassium | 1 | K+ | Potassium ion |
Rb | Rubidium | 1 | Rb+ | Rubidium ion |
Cs | Cesium | 1 | Cs+ | Cesium ion |
Ag | Silver | 1 | Ag+ | Silver ion |
Cu | Copper | 1, 2 | Cu+, Cu2+ | Copper(I), Copper(II) ion |
Au | Gold | 1, 3 | Au+, Au3+ | Gold(I), Gold(III) ion |
F | Fluorine | 1 | F- | Fluoride ion |
Cl | Chlorine | 1 | Cl- | Chloride ion |
Br | Bromine | 1 | Br- | Bromide ion |
I | Iodine | 1 | I- | Iodide ion |
O | Oxygen | 2 | O2- | Oxide ion |
S | Sulfur | 2, 4, 6 | S2-, S4-, S6- | Sulfide, Sulfite, Sulfate ion |
Se | Selenium | 2, 4, 6 | Se2-, Se4-, Se6- | Selenide, Selenite, Selenate ion |
N | Nitrogen | 3, 5 | N3-, NO2-, N5- | Nitride, Nitrite, Nitrate ion |
P | Phosphorus | 3, 5 | P3-, P5-, PO3- | Phosphide, Phosphate, Phosphite ion |
C | Carbon | 4 | C4- | Carbide ion |
Si | Silicon | 4 | Si4- | Silicide ion |
B | Boron | 3 | B3- | Boride ion |
রসায়নের সকল মৌলের যোজনী ও তার আয়ন | Valency Chart of All Elements and ion in Chemistry
Atomic Number | Element | Ions |
---|---|---|
1 | Hydrogen | 1+ |
2 | Helium | 0 |
3 | Lithium | 1+ |
4 | Beryllium | 2+ |
5 | Boron | 3-, 3+ |
6 | Carbon | 4+ |
7 | Nitrogen | 3- |
8 | Oxygen | 2- |
9 | Fluorine | 1- |
10 | Neon | 0 |
11 | Sodium | 1+ |
12 | Magnesium | 2+ |
13 | Aluminum | 3+ |
14 | Silicon | 4+, 4- |
15 | Phosphorus | 5+, 3+, 3- |
16 | Sulfur | 2-, 2+, 4+, 6+ |
17 | Chlorine | 1- |
18 | Argon | 0 |
19 | Potassium | 1+ |
20 | Calcium | 2+ |
21 | Scandium | 3+ |
22 | titanium | 4+, 3+ |
23 | vanadium | 2+, 3+, 4+, 5+ |
24 | chromium | 2+, 3+, 6+ |
25 | manganese | 2+, 4+, 7+ |
26 | iron | 2+, 3+ |
27 | cobalt | 2+, 3+ |
28 | nickel | 2+ |
29 | copper | 1+, 2+ |
30 | zinc | 2+ |
31 | gallium | 3+ |
32 | germanium | 4-, 2+, 4+ |
33 | arsenic | 3-, 3+, 5+ |
34 | selenium | 2-, 4+, 6+ |
35 | bromine | 1-, 1+, 5+ |
36 | krypton | 0 |
37 | rubidium | 1+ |
38 | strontium | 2+ |
39 | yttrium | 3+ |
40 | zirconium | 4+ |
41 | niobium | 3+, 5+ |
42 | molybdenum | 3+, 6+ |
43 | technetium | 6+ |
44 | ruthenium | 3+, 4+, 8+ |
45 | rhodium | 4+ |
46 | palladium | 2+, 4+ |
47 | silver | 1+ |
48 | cadmium | 2+ |
49 | indium | 3+ |
50 | tin | 2+, 4+ |
51 | antimony | 3-, 3+, 5+ |
52 | tellurium | 2-, 4+, 6+ |
53 | iodine | 1- |
54 | xenon | 0 |
55 | cesium | 1+ |
56 | barium | 2+ |
57 | lanthanum | 3+ |
58 | cerium | 3+, 4+ |
59 | praseodymium | 3+ |
60 | neodymium | 3+, 4+ |
61 | Promethium | 3+ |
62 | Samarium | 3+ |
63 | Europium | 3+ |
64 | Gadolinium | 3+ |
65 | Terbium | 3+, 4+ |
66 | Dysprosium | 3+ |
67 | Holmium | 3+ |
68 | Erbium | 3+ |
69 | Thulium | 3+ |
70 | Ytterbium | 3+ |
71 | Lutetium | 3+ |
72 | Hafnium | 4+ |
73 | Tantalum | 5+ |
74 | Tungsten | 6+ |
75 | Rhenium | 2+, 4+, 6+, 7+ |
76 | Osmium | 3+, 4+, 6+, 8+ |
77 | Iridium | 3+, 4+, 6+ |
78 | Platinum | 2+, 4+, 6+ |
79 | Gold | 1+, 2+, 3+ |
80 | Mercury | 1+, 2+ |
81 | Thallium | 1+, 3+ |
82 | Lead | 2+, 4+ |
83 | Bismuth | 3+ |
84 | Polonium | 2+, 4+ |
85 | Astatine | ? |
86 | Radon | 0 |
87 | Francium | ? |
88 | Radium | 2+ |
89 | Actinium | 3+ |
90 | Thorium | 4+ |
91 | Protactinium | 5+ |
92 | Uranium | 3+, 4+, 6+ |
ফ্রীতে ফটোশপ ২০২৩ ডাউনলোড করুন (Photoshop CC 2023 Download Free)
বর্তমান বিশ্বে যতসব ইমেজ এডিটর আছে তারমধ্যে সর্বজন গৃহীত ইমেজ এডিটর হল ফটোশপ । ১৯শে ফেব্রুয়ারি ১৯৯০ সালে প্রাথমিকভাবে এডোবি সিস্টেম ইনকোর্পোরেটেড এই ফটোশপ চালু করে । তবে এই প্রোগ্রামটি ১৯৮৭ সালে থমাস এবং জন নল নামে দুই ভাই মিলে তৈরী করে । পরে এডোবির কাদের কাছ থেকে প্রোগ্রামটি কিনে নেয় । এই ফটোশপের প্রাথমিক নাম ছিল ImagePro কিন্তু পরে দেখা গেলো এই নামটা আগেই কোন একটি কোম্পানি নিয়ে রেখেছে তাই পরে তারা এর নামকরণ করে ফটোশপ । ১৯৮৮ সালে এডোবি কোম্পানি ফটোশপের লাইসেন্স কিনে নেয় । প্রথম ফটোশপ ভার্সন ছিলো ফটোশপ ১.০ যা প্রকাশিত হয় ১৯৯০ সালের ১৯শে ফেব্রুয়ারি ।
এডোবির ৩১ বছরের সফলতায় আজকে আমি দেখাবো ফটোশপের লেটেস্ট ভার্সন এডোবি ফটোশপ সিসি ২১ ডাউনলোড প্রক্রিয়া । বেশি কিছু বলব না । আপনি যদি ট্রায়াল করে দেখতে চান তবে এডোবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন । সেখান থেকে কিনে ব্যবহার করতে পারবেন । প্রতি মাসে ২০.৯৯$ দিয়ে আপনাকে সেটা কিনে ব্যবহার করতে হবে । তবে বাঙালীরা স্বাচ্ছন্দ্য প্রীয় । কি আর বলবো আমি নিজেই অনলাইন থেকে ক্র্যাক ফাইল ব্যবহার করে ফটোশপের সম্পূর্ণ ভার্সন ব্যবহার করি । আমাদের ফটোশপ টিউটোরিয়াল পর্বে আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহারের প্রয়োজন পড়বে । তাই আপনি নিচের স্পেসিফিকেশন দেখে ডাউনলোড করে নিন। কিংবা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন । আমি সহজে ডাউনলোড করার জন্য নিচে দুটি লিংক দিলাম । আপনি চাইলেই আপনার জন্য ফটোশপটি নামিয়ে নিতে পারেন ।
↺ | ফটোশপ বেসিক ইন্টারফেস (Photoshop Basic Interface) পরিচিত
নিচের লিংক থেকে সম্পূর্ণ ফাইলটি বিনামূল্যে ডাউনলোড করে নিন । এডোবি ফটোশপ ডাউনলোড করার জন্য আপনার পিসি/লেপটপে নিম্নের কনফিগারেশন মজুদ থাকতে হবে । আমি শুধু উন্ডোজের জন্য কনফিগারেশন দিলাম । আশা করি ম্যাক ব্যবহারকারীরা অনলাইন থেকে সফটওয়ারটির ক্র্যাক ফাইল ডাউনলোড করে নিতে পারবেন ।স্পেশিফিকেশন | সর্বনিম্ন রিকুয়ারমেন্ট | রিকমান্ডেড |
---|---|---|
ফ্রী হার্ড ডিস্ক | ৪ জিবি (৩২ বিট) | ১০ জিবি (৬৪ বিট) |
রেম | ৪ জিবি | ৮ জিবি |
উন্ডোজ | ৭ | ততোর্ধ্ব |
স্ক্রিন | ১০২৪ x ৭৬৪ | ১২৮০ x ৮০০ |
ফেইসবুক হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কাজ করছে না কেন?
বাংলা ভাষায় যত সব প্রশ্ন-উত্তর সাইট প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত
কোরা ব্লগিং সাইট না। প্রত্যেক সাইটেরি নূন্যতম একটা বেস থাকে। কোরা Q&A Platform (Question & Answer Platform) । ফেইসবুককে যেমন আমরা চিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে। কোরা বাংলার বর্তমান প্রশাসক মৃণাল । তবে কোরার এই পদবী থেকে তিনি চলে যাচ্ছেন এমনটাই কোরা সমগ্রতে লিখেছেন। গত ৯০ দিনের হিসাবে ভারতে এই সাইটের এলেক্সা রেংক ৯৮ এবং বিশ্বে ৩৮১ তম অবস্থানে আছে। বাংলাদেশ এতে কিছুটা পিছিয়ে আছে।
বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় প্রশ্ন-উত্তর প্লাটফর্ম বিষ্ময়। বেশ গতিশীল সাইট। প্রশ্ন উত্তর মডারেট করে প্রকাশ করা হয়। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ৪৩২ এবং বিশ্বে ১০৪৪৮৯ তম অবস্থানে আছে।
২০১৯ সালে প্রথম এই সাইটি রিলিজ করা হয়। এই সাইটের প্রধান মোঃআশরাফ উদ্দিন খান নবম শ্রেণিতে অধ্যয়ণরত থাকা কালীন সময়ে এই সাইটটি রিলিজ করেন। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ৪৭১০ এবং বিশ্বে ৪৮৬৩২৭ তম অবস্থানে আছে।
বাংলা ভাষায় সর্বপ্রথম প্রশ্ন-উত্তর প্লাটফর্ম হেল্পফুলহাব । ২০১২ সালে এই সাইটটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ১১৪৮৪ এবং বিশ্বে ৭৪৫৮০৫ তম অবস্থানে আছে।
বেশ জনপ্রিয় সাইট। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ১২০০০ এবং বিশ্বে ৮০৪৯২৯ তম অবস্থানে আছে।
মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে আস্ক প্রশ্ন প্রতিষ্ঠা করেন মোঃ মিজান (ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থী) এই সাইটটি পরিচালনা করেন । গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ১৫১৪১ এবং বিশ্বে ১০৬৯৬০২ তম অবস্থানে আছে।
আরেকটি জনপ্রিয় সাইট। বিডিজবস এর উদ্ভাবক ও প্রধান ফাহিম মাসরোর এই সাইটটি পরিচালনা করছেন। উনার কাজ সব সময়ই প্রশংসনীয় হয়। তবে ইদানিং সাইটের অবস্থা দেখে মনে হয়, ব্যস্ত সাইটটি বেশ চর্চাহীন হয়ে যাচ্ছে। গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ১৫১৯৬ এবং বিশ্বে ১৪৭৭৬৮৭ তম অবস্থানে আছে।
গত ৯০ দিনের হিসাবে বাংলাদেশে এই সাইটের এলেক্সা রেংক ২৬৫০০ এবং বিশ্বে ১৯৬৪৬৯৩ তম অবস্থানে আছে।
আন্সবাংলা আর আন্সলিট দুটুই একি মালিকানাধীন মনে হচ্ছে। এটা সবে নতুন ও তেমন একটা জনপ্রিয় হয়ে উঠতে পারে নি আন্সবাংলার মত।
সাইট এলেক্সা রেংকঃ ৩৩৫৯৯৪৩
সাইট এলেক্সা রেংকঃ ১২৩৬৭২৪
এছাড়াও আরো বেশ কয়েকটি এরকম সাইট আছে। কয়েকটাটে আপডেট নেই। কয়েকটা বন্ধ হয়েগেছে। তাই সেগুলো আর যোগ করলাম না।
তথ্যসূত্রঃ
১। গুগল
২। প্রথম আলো
৩। এলেক্সা রেঙ্ক