স্পাইডারম্যান ছবিটি দেখার পর আমার মনে হল, "ইস ! আমার এমন কিছু সুপার নেচার্যাল (Super Natural) পাওয়ার যদি থাকতো ? তাহলে কত মজাইনা হত !" এটা শুধু আমার না প্রত্যেকেরই হবে । কার না ভালো লাগবে যদি নিজের কাছে কিছু অতিপ্রাকৃতিক শক্তি থাকে ।
এসব কিছু তোলার প্রধান কারণ হল, এনিমেশন জিনিসটি ব্যাখ্যা করার জন্য । এনিমেশন হল সেই মাধ্যম যেটা আপনার সেই আকাংখাকে পূরণ করে । যদিও সেটা বাস্তবে না । তবে আপনি ইলেকট্রিক পর্দায় দেখাতে পারবেন , আপনি আকাশে উড়ছেন, আপনি হাত দিয়ে অদ্ভুত একটি জাদু করছেন ।
এনিমেশন হল, গ্রাফিক্সেরই একটি অংশ ।
↺ Read more | ইন্টারনেট কি (What is Internet) ?
একটি
স্থির ছবিকে বলা হয়
চিত্র (Picture), আর অনেকগুলো চিত্রকে একত্র করলে তাকে
সিনেমা (Film) বা শুদ্ধবাংলায়
চলচ্চিত্র (Moving Picture) বলা হয় । আর যদি সে চলচ্চিত্রটি হয় অবাস্তব কল্পনা থেকে নেয়া তখন সেটাকে বলা যায়
এনিমেশন (Animation) । এনিমেশন শব্দটি
এনিমেটিং (Animating) শব্দ থেকে এসেছে । যার অর্থ
উজ্জীবিত (Enlivening) করা । আর এনিমেটিং শব্দটি এসেছে ল্যাটিন
এনিমেশিও (Animātiō) শব্দ থেকে । যার অর্থ
"প্রাণবন্ত" ।
|
চিত্রঃ একটি লুপ(Loop) এনিমেশন |
বর্তমানে এনিমেশনের ব্যবহার এতই বেড়েছে যে, প্রতিটি কাজ ডিজিটাল ভাবে উপস্থাপনে এনিমেশন ছাড়া হয়ই না । তাই এখন এনিমেশন শিখেও আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন । আমাদের দেশে এর ব্যবহার তথাপি বৃদ্ধি না পেলেও বহিঃবিশ্বে এনিমেশনের ব্যবহার উল্লেখ্যযোগ্য । বর্তমানে এনিমেশনের মধ্যে প্রধানত দুই ধরণের এনিমেশন লক্ষ্যনীয় ।
↺ Read more | এনিমেশন তৈরীর যত ফ্রী সফটওয়্যার !
একটি হল,
দ্বিমাত্রিক এনিমেশন (2D Animation) এবং অন্যটি
ত্রিমাত্রিক এনিমেশন (3D Animation) । দ্বিমাত্রিক এনিমেশন বলতে দুটি তল দ্বারা সীমাবদ্ধ । যেমন,
|
চিত্রঃ দ্বিমাত্রিক মিনা কার্টুন |
ইউনিসেফ (
UNICEF) নিবেদিত জনপ্রিয় কার্টুন সিরিজ
মিনা কার্টুন ।
ত্রিমাত্রিক এনিমেশন বলতে তিনটি তল দিয়ে যে এনিমেশন তৈরী করা হয় । আমাদের দেশে একটি জনপ্রিয় ত্রিমাত্রিক কার্টুন সিরিজ
"মন্টু মিয়ার অভিযান" (
The adventure of Montu Miah) এবং এটি একটি ত্রিমাত্রিক কার্টুন এনিমেশন ।
|
চিত্রঃ ত্রিমাত্রিক কার্টুন |
কত মজায় না লাগে এসব কার্টুন দেখতে ।
↺ Read more | দৃশ্যমান আলোর কিছু কথা (কালার থিওরি)
এছাড়াও বিদেশী হাজার হাজার কার্টুন এনিমেশন ছবি এবং সিরিজ আছে যেগুলো আমাদের অনন্য বিনোদন দেয় । তার মধ্যে,
টম এন্ড জেরি (
Tom and Jerry) ,
বার্নার্ড বেয়ার (
Bernard Bear) ,
বেন টেন (
Ben10),
মটু পাটলু (
Motu Patlu) ইত্যাদি ইত্যাদি ।
(এনিমেশন বিষয়ে আরো লেখা আসছে...)
nice
Replyখুব উপকারি পোষ্ট, ধন্যবাদ স্যার
ReplyMy name is: RFraj
My business site is :Youtube videos downloader