ফটোশপ টিউটোরিয়াল টুল পরিচিতি (বাংলা টিউটোরিয়াল) পর্ব-১ মুভ টুল (Basic Photoshop Tutorial-Move Tool)

ফটোশপের আজকের চাপ্টার মুভ টুল (Move Tool) । বেসিক পর্বটি যদি আপনার ক্লেয়ার না থাকে তবে নিশ্চিত থাকুন ভবিষ্যতে যখন প্রোফেশনাল কাজ করতে যাবেন আপনি কোল পাবেন না । তাই আমাদের সাথেই নতুন নতুন আপডেট টিউটোরিয়ালে নতুন কিছু শিখুন ।  ভিডিওতে থাকছে
  • মুভ টুলের পরিচিতি , 
  • কি ভাবে মুভ টুলের মাধ্যমে কাজ করা যায়, 
  • ইমেজারি কাজে ব্যবহারের সহজ টেকনিক ও বিস্তৃত আলোচনা ।
↺ | ফটোশপ বেসিক ইন্টারফেস (Photoshop Basic Interface) পরিচিত
মুভ টুলের কিছু কাজ যা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে,
  • ইমেইজ/ লেয়ার/ গ্রুপ মুভ করার কৌশল
  • লেয়ারকে এলাইন (Align Layers) করা ।
  • সহজে যে কোন লেয়ার সিলেক্ট করার পদ্ধতি ।
  • গ্রুপ করার সহজ সর্টকাট সহ আরো অনেক কিছু ।
ভিডিওটি দেখুন ...



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট