কিভাবে একটি মনো ট্রাককে স্টেরিও ট্রাকে কনভার্ট করবেন [Convert Mono to Stereo Track]


আজকের বিষয় বস্তু , কিভাবে আপনার সিঙ্গেল চ্যানেল ট্রাককে মাল্টিপল চ্যানেলে কনভার্ট করবেন । অডিওতে দুই ধরণের চ্যানেল আছে । একটি অডিও যখন আপনি রেকর্ড করেন তখন অডিও একটি ওয়েভে বা বলা যায় একটি লেয়ারে আপনার কথাগুলো মাইক্রোফোন থেকে কম্পিউটারে ডিজিটাল ভাবে সংরক্ষণ করে । সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার রেকর্ডার মাইক্রোফোনের উপর ।

মনো ট্রাকঃ আপনি যদি একটি মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করেন তবে সেটা একটি চ্যানেলে রেকর্ডগুলো সেভ করবে । এই সিঙ্গেল চ্যানেলকে মনো ট্রাক বলে ।
স্টেরিও ট্রাকঃ এক জোড়া বা ততোধিক সিঙ্গেল ট্রাককে একসাথে স্টেরিও ট্রাক বলে ।

↺ | কিভাবে অডিও নয়েজ রিমুভ করবো [How to remove noise]

কিভাবে এই কাজটি করবেন নিচের ভিডিওতে দেখুন, এই টিউটোরিয়ালে আমি অডাসিটি নামক ফ্রী অডিও এডিটিং সফটওয়্যারটি । ভিডিওতে বিস্তারিত বলা আছে ।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট